Ekush, are you blood rose of Senegal?

মহান একুশ কতোবার যে বিপন্ন হলো ! আজো মনে পড়ে বিরাশি সালে স্বৈরশাসনের সময় কি অসহায় এই একুশ।কিছুতেই যেন তাঁর আত্মপরিচয় খুঁজে পাচ্ছে না। তবুও, একুশ মানে যে মাথা নত না করা , এটা ধ্রুব সত্য। সেই চেতনার মৃত্যু নেই।তাই আজ স্বগৌরবে বিশ্বজুড়ে পালিত হোল মাতৃভাষা দিবস। আমার বন্ধুমতিউল নওশাদ মাত্র আঠার বছর বয়সে, সেই স্বৈরশাসনের কালে লিখেছিল একুশ নিয়ে কবিতা। আজ পুরোনো বই পত্রের মাঝে খুঁজে পেলাম।

নওশাদের কবিতা 
________________
“একুশ,
তুমি কি সেনেগাল এর রক্তগোলাপ ?
আসাদ এর যুবতী প্রেমিকার দুপুর রাতের সন্তাপ !
তুমি কি ধর্ষিতা কিশোরীর প্রসব ব্যাথা ?
একুশ?
তুমি কি বাঙালির সুখের ফেস্টুন, রঙিন প্ল্যাকার্ড ?
বিপ্লবীর আত্ত্বচিৎকার সাহারার সাইমুম !
ক্লান্ত কলম হতাশ সাংবাদিকের ,দুঃখের আঁধার ।
একুশ ,
তুমি কি নজরুলের বিদ্রোহ ?
নওশাদ এর প্রেমিক;
গ্রিক মিথলজির এডিপাস ।
তুমি কি মরুভূমির নির্জন ক্যাকটাস।

সত্যি বলো তো তুমি কে?
তুমি কি সুখহীন বাঙালির মুখে হঠাৎ বাংলা ভাষা!
আমার আধুনিক প্রেমিকার সুন্দর সব আশা…
নাকি একুশে ফেব্রুয়ারি তে বিলেতি মদের বোতল এ বাংলা লেবেল ?

একুশ,
তুমি এসব কিছুই যদি না হবে,
তবে তুমি আমার প্রেমিকার উরু উরু, থির থির, কাঁপা কাঁপা,
কালো চুলের অরণ্যে রক্ত রঙের জবা ।”

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s