Faruk Wasif: After burning our own house for ten years, we will arrange the mortuary.

After burning our own house for ten years, we will arrange the mortuary
by Faruk Wasif, Translated by AlalODulal.org

Durmukhs say, Hefazat and Shahbag are government’s right hand left hand. Right hand always hits left hand. But why does the body get pleasure from breaking both hands? Why is the government laughing?
Durmukhs say, Jamaat-Hefazat are Taliban and Awami League is America. But then why is America supporting Islam, and League is against America?

Shujons say, this is second liberation war. If so, where is India? Where is Mujibnagar government? Where is Mujib Bahini? Or, is it, “You look familiar but still a stranger/ I love you as long as you don’t come nearer.”

Shujons say, BNP’s Madam is riding the Jamaati horse, and that Jamaati horse is riding the Hefazati donkey. Unable to run fast with two steeds, the poor dear is running crying to grandfather’s house. Ok, let us say all that is true, then why is the Quader Mollah verdict riding on top of government’s shoulder? Why was war crimes trials sleeping for four years?

Rumors explode, our house is on fire, and in Rampal / Fulbari a coal fire burns and we smell the meat of grilled Sunderban tiger. Down there, via Sonadiya, will come American Marines to stoke that barbecue. Drinking Ruhu Afza, that scene will be watched by Mozena and Helicopter Huzur. In Motijheel, instead of Taka, will fly Rupees. Felanis will put on makeup and stand by the transit road waiting for Hindustani drivers. We will do our war dance with Islam in one hand and Liberation War in the other. After burning our own house for ten years, we will arrange the mortuary.

Shukh Pakhi says, O Bengali Muslim, you still couldn’t let go of two-nation theory. Neither you could become Bengali, nor you could understand Muslim. Will you take the live body and cut it up? Make this piece Bangali, and that piece Muslim? Goat, you don’t remember your older brother? He was worried that the Indian tiger was going to eat half of him, so he let the other half almost die in Pakistan.

Dukh Pakhi cries: those who die in Joipurhat, Fatikchari, Savar, Motijheel are your brothers. Part Bengali, part Muslim, but entirely Bangladeshi. Corpses, made in Bengal.

Never forget to look out for signs of the third hand. There is a live scene, but don’t drown in the live scene. Learn to connect the scenes, connect the dots. Learn to imagine. Have faith in the invisible. The invisible power of Deep Politics will always leave its mark.

Faruk Wasif is a graduate in Anthropology from Jahangirnagar University, and a long-time activist in left politics in Bangladesh.

দুর্মুখেরা বলে, হেফাজত আর শাহবাগ সরকারের ডান হাত বাম হাত। ডান তো বাম রে মারবেই, কিন্তু দুই হাত ভাইঙ্গা দেহ কেন আনন্দ পায়? সরকার কেন হাসে?

দুর্মুখেরা কয়, জামায়াত-হেফাজত তালেবান আর আওয়ামী লীগ হইল আমেরিকা। তাইলে আমেরিকা কেন ইসলাম সমর্থক আর লীগ কেন মার্কিন-বিরহী?

সুজনেরা বলে, এটা দ্বিতীয় মুক্তিযুদ্ধ। তাইলে ভারত কই? মুজিবনগর সরকার কই? কই মুজিবাহিনী? নাকি, চেনা চেনা লাগে তবু অচেনা, ভালবাস যদি কাছে আইস না।
সুজনেরা বলে, বিএনপির বেগম সাহেবা চড়ছে জামাতি ঘোড়ায়, আর বেগম সাহেবা কান্ধে নিয়া জামাতি ঘোড়া চড়সে হেফাজতি গাধার পিঠে। দ্বিতল আরোহী নিয়া দৌড়াইতে না পাইরা বেচারা এখন কাঁদতে কাঁদতে নানা বাড়ি যায়। সবই বুঝলাম, তাইলে কন দেখি সরকারের ঘাড়ে কেমনে বসে কাদের মোল্লার রায়? যুদ্ধাপরাধীর বিচার কেমনে চাইর বছর দিবানিদ্রা যায়?

গুজব ফাটে, ঘরে আগুন লাগে আর রামপালে ফুলবাড়ীর কয়লা পোড়ায়া সুন্দরবনের বাঘ গ্রিল করার ঘ্রাণ আসে। সেইখানে সোনাদিয়া থাইক্যা বারবিবিকিউ মজাইতে আসব মার্কিন মেরিন। রূহ আফজা খাইতে খাইতে সেই দৃশ্য একলগে লাইভ দেখব মজিনা আর হেলিকপ্টার হুজুর। মতিঝিলি টাকার বদলে উড়ব রূপী, পাক্কা ট্রানজিটের পাশে হিন্দুস্তানী ড্রাইভারদের জন্য রং মাইখ্যা দাঁড়াইব ফেলানীরা। আমরা এক হাতে ইসলাম আর আরেক হাতে মুক্তিযুদ্ধ নিয়া যুদ্ধনেত্য করব। আরো দশ বছর গৃহদাহ চালানোর জন্য সাজাইব জতুগৃহ।

সুকপাখি বলে, হায়রে বাঙালি মুসলমান; দ্বিজাতিতত্ত্ব এখনো ছাড়লি না। না হইলি বাঙালি না বুঝলি মুসলমান। আস্তা দেহ কাইটা এরে বানাবি বাঙালি ওরে বানাবি মুসলমান? ছাগল তোর মনে নাই, তোর বড়দাদার অর্ধেকটা ইনডিয়ান বাঘে খাইল বইলা বাকি অর্ধেকটা পাকিস্তানে মারা যাইতেছিল!!!

দুখপাখি কান্দে: জয়পুরহাটে, ফটিকছড়িতে, সাভারে, মতিঝিলে যারা মরে তারা তোর ভাই। কিছুটা বাঙালি কিছুটা মুসলমান কিন্তু পুরাটাই বাংলাদেশি। লাশগুলো মেড ইন বাংলা

সবসময় তৃতীয় কারো হাতের চিহ্ন দেখতে ভুলবেন না। লাইভ দৃশ্য আছে, দৃশ্যে ডুইবেইন না, দৃশ্য জোড়া লাগাতে শেখেন। ইমাজিন করতে শেখেন। অদৃশ্যে ইমান আনেন। ডিপ পলিটিকসের অদৃশ্য শক্তি চিহ্ন রেখে যাবেই।

3 thoughts on “Faruk Wasif: After burning our own house for ten years, we will arrange the mortuary.

  1. আত্ম সচেতনতা সৃষ্টি এবং আত্ম শিক্ষা একটি জাতির জনগণের জন্য কতটুকু প্রয়োজন, তা নির্ণয়ের প্রয়োজনে সরকারী উদ্যোগ অপরিসীম গুরুত্বপূর্ণ, কারন নিকটতর ভবিষ্যৎ এই শিক্ষার সফলতার সঙ্গে ওতপ্রোত ভাবে জড়িত। নিকট ভবিষ্যৎ পরিকল্পনা যদি সফল হয়, দীর্ঘ পরিকল্পনা করা ও তাতে সফল হওয়া সাময়িক ব্যাপার। এই ব্যাপারে উন্নয়নের জন্য একতাবদ্ধ ভাবে কাজ করতে হবে রাষ্ট্র পরিচালনায় অংশ গ্রহণকারী নেতৃত্বদেরকে। তাদের ব্যর্থতা, এই রাষ্ট্রকে পর্যবসিত করতে পারে নিরাশার গোলক চক্রে।
    এই চক্রান্ত স্পষ্ট হবে যখন প্রতিনিয়ত দারিদ্র্য ও মানবতার অবমাননা আমাদের বিবেককে হীন করতে থাকবে। বিদেশে পাচার হতে থাকবে দেশের রত্নরা। অবমূল্যায়নে স্তব্ধ হয়ে যাবে অনেক প্রতিশ্রুতিশীল তারুণ্য। নোংরা সমাজের নীতি হীন গডফাদাররা ছড়ি ঘুরাবে আর জ্ঞানী বুদ্ধিজীবীরা হতাশায় কাঁঠাল পাতা চিবাবে। কর্মীর হাত কিনে নেবে নব্য দাস ব্যবসায়ীরা। রাজনীতিকরা ধনী রাজাদের তাবেদারি করবে আর গরিব প্রজা সম জনতাকে নিয়ে ব্যবসার ষোলকলা পূর্ণ করবে। এত সস্তা দামে আমাদের বিবেক বিক্রি করি কেন, আমার কৌতূহল জাগে!!!!

    1. Aren’t you being a little too literal? I felt, when reading this, that Mr. Wasif was going for a poetic turn in his prose. The barbecue, ruhu afza, etc are all part of that turn of phrase.

      Probably the straight-forward political analysis elsewhere in the article is what you want to critique.

      Also, a bit unfair on Anu Muhammad as well. His writing is more complex than represented in your comment.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s