“All the tragic tunes we sing for Nelson Mandela are fake. Our internalized racism and societal dehumanization is denied; so our tears for the black struggle through Nelson Mandela is a high level of hypocrisy.”
Madiba’s death and our hypocrisy
by Zia Hassan for AlalODulal.org
I got a message from a Facebook friend.
I used to work in the electricity department. Apart from regular trouble shooting, I have set up electricity poles in those places with labor, cut down trees, cement factories, re-rolling mills and even went inside once or twice. So my point is actually based on mixing with the people in this area. It seems to me that
1- Most of the laborers are actually giving their own lives in a very trivial, worthless way, to others along with them, but not to us (meaning those of us who are their bosses). In their eyes the value of our lives is much higher than theirs. There is no labor that has not seen death before his eyes.
But after the troubleshoot, when I went to give the trial, when I went to repair something on the side line of a live line, they just got up in my mouth. During the trial I went to a safe distance and had one of them stand nearby, to see where the spark was – all of these things they don’t want to do, they expect that this is normal, because I’m Aryan, they’re non-Aryan.
2- When someone has an accident, whatever little money he gets from the department, whatever he deserves, if the officers type file-tiles for it, they think it is something huge, generosity / generosity etc.
They assume that they are inferior – they have no rights. This is also not a normal mentality. Just like the rest of the world mourns the death of Nelson Mandela, the liberator of black people, in our country, in the newspaper columns, on Facebook, on TV, the flood of mourners mourns. Whether we accept the racism that we have instilled in the people of our own country is far from the solution.
Nelson Mandela’s role in the struggle of black people seems to be that he delivered the last baton of the relay race to the destination. Although the struggle for equal rights of black and white has to go much further, victory has already been achieved from a core struggle. That is – the recognition of black people as human beings. Centuries ago, when Europeans and Arab slave traders captured black people from Africa and traded them all over the world, their main job was to torture and inhumanely treat them like animals. Destroying the entity.
In this process of dehumanization of several generations, black people at one time actually began to believe that he was a lower species than his European master. This process of killing human existence in the first stage is the most ugly stage of racism. This is called dehumanization in English
In our country we do not even acknowledge the existence of dehumanization so there is no synonym for this word. Institutional racism in South Africa and the demand for equal rights in many other countries of the world have earned the respect of many more leaders, including Nelson Mandela and Malcolm X, Rosa Park. That is the struggle of black and white people. However, we do not acknowledge that there is a huge racial discrimination based on the amount of money or money among the brown people in Bangladesh who do not have any color difference in their complexion, but racism in our country now kills human existence There are the most ugly stages to throw away later. This is the most inhumane stage for oppressed people.
Comes and looks to the side. Have you ever slapped a rickshaw puller? -10 rent. You don’t even have to ask, he went and saw that he wanted 20 rupees. Then he started shouting – don’t you want to slap? Maybe he did, maybe he was saying “I just didn’t slap you for being a gentleman”. Then, with 20 rupees, he says, “I gave it to you. But if there was someone else, he would have slapped you.” That rickshaw puller is 20 or 30 years older than you. But, you didn’t feel bad about calling him that. Even down to the rickshaw puller, when someone his child’s age said to him “Mama, go?”
When you say this, you are denying the existence of a person in a person or belittling him. And when that rickshaw puller is accepting, he is accepting the smallness of human existence in his person. This is a dehumanization. And when you’re slapping him for a just cause, you’re actually attacking him like that slave trader. Completely denying the existence of his man within the person.
You can say, damn Mia. You just exaggerate. You think. The verbal agreement you have with a rickshaw puller is almost yours. Your friend does not return the money to you. It takes two hours to fetch tea from your office peon. You never remember being slapped.
But the pattern of this ganjam is the same. Because of this, his person and human being are not equal in your mind. Just as you can kick a dog, you can slap a man your father’s age. Same story in your room. The guy at your job can’t sit at your table. If you see your work man coming home and lying in your bed at work, you can ask him to change the sheet with two good means.
But the pattern of this ganjam is the same. Because of this, his person and human being are not equal in your mind. Just as you can kick a dog, you can slap a man your father’s age. Same story in your room. The guy at your job can’t sit at your table. If you see your work man coming home and lying in your bed at work, you can ask him to change the sheet with two good means.
This is a stage in the process of killing human existence in a person when you take on the role of that slave trader and your daughter takes on the role of the black man of Africa. Just the color of both of you is the same – but the context of the two events is the same, the type is the same, the function is the same.
I went to the most expensive corporate program in Bangladesh and saw that there was no dinner for the driver and there was no hotel near the program area where the drivers could eat. And this has been happening year after year, the drivers do not protest and the office bearers who approve 20/25 lakh rupees in these programs then actually say about the food of the drivers, they will take care of them themselves. These are seen in front of the eyes. You have also seen.
We no longer feel pity for the ugly perverted fakir on the street, and the fakir himself takes to the streets to sell his perversion because he no longer recognizes his own existence as a human being. Her biggest issue is earning enough for her and her child to survive.
This kind of behavior is most often shown by our urban elites who rise from the middle class to the upper class. The inhumanity of the non-officer employees of the organization cannot be believed without seeing it with one’s own eyes. And year after year, they continue the process in such a way that these lower-level employees go into a dehumanization. And they began to believe at one point, that his boss’s differences were so great that they were not people of the same tribe. The officers are high-ranking people and he himself is just a nobody – no one – he has no human existence.
Here, money creates division. Because, this lower class is in such low income that he knows that the food of that day for him and his child depends on the will of this man. And he knows that his dependence is not going away. As a result, like the black slaves of Africa, the lower class people of Bangladesh know that their body, entity, mind depends on the decisions of this upper class. With a maximum income of Rs 8,000 to Rs 10,000, these people are forced to give up their entire individuality. And these upper class people can buy, sell, punish and release him whenever they want. This is also pure slavery. And the most ugly kind of slavery. At that stage, a low-income person has excluded himself from his personality as a human being. And society as a whole has adopted its own dehumanization.
The black people of Africa were much better than those of our lower castes because their discrimination was unacceptable to human beings and there has been a worldwide protest struggle for their rights. But, it is a very disgusting thing in our society that there is no discussion about what you and I are practicing together. We do not even acknowledge its existence.
As a result, the Morcia song we are singing about Nelson Mandela is fake. Without acknowledging the racism within us and this dehumanization within society, our cries about Nelson Mandela’s fight against black people are nothing but an extreme level of hypocrisy.
একজন ফেসবুক বন্ধুর কাছ থেকে একটা মেসেজ পেয়েছি.
আমি বিদ্যুত বিভাগে চাকরি করতাম | নিয়মিত ট্রাবলশুটিং এর বাইরে ওই সব জায়গায় আমি লেবার দিয়ে বিদ্যুতের পোল বসাইছি, গাছ কাটছি, সিমেন্ট ফ্যাক্টরি, রি-রোলিং মিল এইসবের ভিতরেও এক দুইবার গেছি। কাজেই আমার কথাটা আসলে এই এলাকার মানুষজনের সাথে মিশার উপর ভিত্তি করে। আমার মনে হইছে, ১- বেশিরভাগ লেবাররা আসলে তার নিজের জীবনকে খুব তুচ্ছ, মূল্যহীন ভাবে, তার সাথের অন্যদেরটাকেও, কিন্তু আমাদের (মানে আমরা যারা তাদের বস) টা না। তাদের দৃষ্টিতে আমাদের জীবনের মূল্য তাদের চাইতে অনেক বেশী। এমন কোন লেবার নাই যে তার চোখের সামনে কোন মৃত্যু দেখে নাই।
কিন্তু ট্রাবলশুটের পরে যখন ট্রায়াল দিতে গেছি, যখন একটা লাইভ লাইনের পাশের লাইনে কিছু একটা মেরামত করতে গেছে, কেবল মাত্র আমার মুখের কথায় তারা উঠে গেছে। ট্রায়াল দেবার সময় আমি নিরাপদ দূরত্বে গিয়ে ওদের একজনকে কাছাকাছি দাঁড়া করাইছি, স্পার্ক হইলে কোথায় হইছে দেখার জন্য – এই সব জিনিষগুলা ওরা কিন্তু এমন না যে করতে চায় না, ওরা প্রত্যাশাই করে যে এইটাই স্বাভাবিক, কারন আমি আর্য, ওরা অনার্য।
২- যখন কেউ এক্সিডেন্ট করে, ডিপার্টমেন্ট থেকে সামান্য যেই টাকা পায়, যেইটা তার প্রাপ্য, সেইটার জন্য যদি অফিসাররা ফাইল-টাইল টাইপ করে আগায় দেয়, সেইটাকে ওরা মনে করে বিশাল কিছু একটা, বদান্যতা / মহানুভবতা ইত্যাদি।
ওরা ধরেই নিছে যে, ওরা নিচু – ওদের কোন অধিকার নাই। এইটাও স্বাভাবিক কোন মানসিকতা না। কালো মানুষদের মুক্তিদাতা নেলসন মেন্ডেলার মৃত্যুতে সারা প্রথিবীর মত আমাদের দেশেও যেরকম তিনদের রাষ্ট্রীয় শোক, পত্রিকার কলামে, ফেসবুকে, টিভিতে শোকগ্রস্ত মানুষের শোক-বানির বন্যা তখন এই ফেসবুক বন্ধুর বাস্তব অভিজ্ঞতার আলোকে দেয়া এই মেসেজটা আমাদের প্রশ্ন করে, নেলসন ম্যান্ডেলাকে নিয়ে আমরা উচ্ছ্বসিত হতে পারি কিন্তু, আমাদের নিজের দেশের মানুষের মধ্যে আমরা যে রেসিজম পুষে রেখেছি তাকে কি আমরা সমাধান তো দুরের কথা- স্বীকার করি কিনা।
কালো মানুষদের সংগ্রামে নেলসন মেন্ডেলার ভূমিকা বোধ হয় যে তিনি রিলে রেসের শেষ ব্যাটনটা পৌঁছে দিয়েছেন গন্তব্যে বলে । যদিও কালো সাদার সম অধিকার এর সংগ্রামে আরও অনেক দুর যেতে হবে, কিন্তু একটা মুল সংগ্রাম থেকে বিজয় ইতিমধ্যেই অর্জিত। তা হল – কালো মানুষদের মানুষ হিসেবে স্বীকৃতির। কয় এক শতক পূর্বে যখন, ইউরোপিয়ান এবং আরব দাস ব্যবসায়ীরা কালো মানুষদের আফ্রিকা থেকে বন্দি করে সারা পৃথিবীতে কেনাবেচা করতো তখন তাদের প্রধান কাজ যেটা ছিল, তা হল অত্যাচার এবং অমানবিক পরিশ্রম এর মধ্যে দিয়ে এবং পশুর মত ব্যবহার করে এই মানুষগুলোর মধ্যে সে যে একজন মানুষ সেই স্বত্বাটাকে ধ্বংস করে দেয়া।
কয় এক জেনারেশানের এই ডিহিউমেনাইজেশান প্রসেসে কালো মানুষেরা এক সময় আসলেই বিশ্বাস করা শুরু করে, সে তার ইউরোপীয় প্রভুর থেকে একজন নিম্ন প্রজাতির প্রাণী। প্রথম পর্যায়ে এই ব্যক্তির মধ্যে মানুষের অস্তিত্বকে মেরে ফেলার এই প্রক্রিয়াটি হচ্ছে সব চেয়ে কুৎসিত পর্যায়ের বর্ণবাদ। এইটাকে ইংরেজি ভাষায় ডিহিউমেনাইজেশান বলে |
আমাদের দেশে আমরা ডিহিউমেনাইজেশান এর অস্তিত্বও স্বীকার করি না তাই এই শব্দের কোনো প্রতিশব্দ নাই। দক্ষিণ আফ্রিকার প্রাতিষ্ঠানিক বর্ণবাদ এবং পৃথিবীর অন্যান্য আরো অনেক দেশে সমঅধিকার এর দাবীতে নেলসন মেন্ডেলা এবং ম্যালকম এক্স, রোজা পার্ক সহ আরো অনেক নেতা মানুষের মনে শ্রদ্ধার আসন গড়ে নিয়েছেন । সেইটা কালো আর সাদা মানুষের লড়াই। কিন্তু,আমাদের বাংলাদেশে বাদামি বর্ণের মানুষেরা যাদের গাত্র বর্ণের মধ্যে তেমন কোন রঙ এর হেরফের নেই, তার মধ্যে যে বিত্ত বা টাকার পরিমাণ এর উপর ভিত্তি করে একটা ব্যাপক বর্ণবৈষম্য আছে তাকে তো আমরা স্বীকার করি না বটেই বরং আমাদের দেশের বর্ণবাদ এখন ব্যক্তির মধ্যে মানুষের অস্তিত্বকে মেরে ফেলার মতো সব চেয়ে কুত্সিত পর্যায়ে পরে আছে। এইটা অত্যাচারিত মানুষদের জন্যে সব চেয়ে অমানবিক পর্যায়।
আসে পাশের দিকে তাকিয়ে দেখেন। আপনি কখনও রিকশাওয়ালাকে থাপ্পড় দিছেন? -১০ টাকার ভাড়া। জিজ্ঞেসও করতে হয় না, গিয়ে দেখলেন চাইল ২০ টাকা । তারপর শুরু করলো চিল্লা চিল্লি – থাপ্পড় দিতে ইচ্ছা করে না ? হয়তো দিছেন, হয়তো তাকে মুখে বলছেন ” আমি জাস্ট ভদ্রলোক বলে তোমাকে থাপ্পড় দিলাম না। “। তারপর, ২০ টাকা দিয়ে বলছেন “যাও তোমাকে দিলাম। কিন্তু অন্য কেউ হইলে তোমাকে থাপ্পড় দিত । ” সেই রিকশাওয়ালার বয়স, আপনার থেকে হয়তো ২০ বা ৩০ বছর বেশি। কিন্তু, তাকে তুমি করে ডাকতে আপনার একটুও খারাপ লাগে নাই। এমনকি রিকশাওয়ালাওমেনে নিচে , যখন তার সন্তান এর বয়সী কেউ তাকে বলেন ” মামা , যাবা ? ”
আপনি যখন এইটা বলতাছেন, আপনি ব্যক্তির মধ্যে তার মানুষের অস্তিত্বকে অস্বীকার করতাছেন বা তাকে ছোট করতাছেন। এবং ওই রিকশাওয়ালা যখন মেনে নিচ্ছে সে, তার ব্যক্তির মধ্যে মানুষের অস্তিত্বকে ছোট হওয়াটা মেনে নিচ্ছে। এইটা একটা ডিহিউম্যানাইজেসান। আর আপনি যখন তাকে থাপ্পড় দিচ্ছেন একটা জাস্ট কজে, আপনি আসলে সেই দাস ব্যবসায়ীদের মত তার উপর চড়াও হচ্ছেন। ব্যক্তির মধ্যে তার মানুষের অস্তিত্বকে সম্পূর্ণ অস্বীকার করছেন।
আপনি বলতে পারেন, ধুর মিয়া। আপনি খালি একজেজেগারেট করেন। আপনি চিন্তা করে দেখেন। একজন রিকশাওয়ালার সাথে আপনার যেই মৌখিক চুক্তি নিয়ে গেঞ্জাম, তা আপনার প্রায় হয়। আপনার বন্ধু আপনাকে টাকা দিয়ে টাকা ফেরত দেয় না। আপনার অফিসের পিয়ন চা আনতে গিয়ে, দুই ঘণ্টা লাগায়। আপনার কখনও থাপ্পড় দেয়ার কথা মনে আসে না।
অথচ এই গেঞ্জাম এর প্যাটার্ন একই। এর কারণ, তার ব্যক্তি এবং মানব সত্তা আপনার মনে সমান নয়। আপনি যেই রকম একটা কুকুরকে লাথি দিতে পারেন ঠিক তেমনি আপনার আব্বার বয়সী একটা মানুষকে থাপ্পড় দিতে পারেন । একই কাহিনী আপনার ঘরে। আপনার যে কাজ এর লোক সে আপনার টেবিলে বসতে পারেনা। আপনি যদি দেখেন, বাসায় এসে আপনার কাজ এর লোক কাজ করতে করতে আপনার বিছানায় শুয়ে আছে আপনি তাকে দুইটা উত্তম মাধ্যম দিয়ে বলবেন চাদরটা চেঞ্জ করে দিতে।
এইটা একটা ব্যক্তির মধ্যে মানুষের অস্তিত্বকে মেরে ফেলার প্রক্রিয়ার একটা স্টেজ যখন আপনি সেই দাস ব্যবসায়ীর ভূমিকা নিয়েছেন এবং আপনার কাজ এর মেয়ে আফ্রিকার কালো মানুষের ভূমিকা নিছে। জাস্ট আপনাদের উভয় এর রঙ একই – কিন্তু দুইটা ঘটনার কন্টেক্সট একই, প্রকার একই, কার্যকরণ একই।
আমি বাংলাদেশের সব চেয়ে বেশি খরচ করে অর্গানাইজ করা কর্পোরেট প্রোগ্রামে গিয়ে দেখেছি, ড্রাইভার জন্যে রাতে খাবার ব্যবস্থা করা নাই এবং প্রোগ্রাম এলাকার ধারে কাছে কোন হোটেল নাই যে ড্রাইভাররা খেতে পারবে। এবং বছর এর পর বছর এইটা হয়ে আসছে, ড্রাইভাররাও প্রতিবাদ করে না এবং অফিসের কর্মকর্তাররা যারা এই সব প্রোগ্রামে ২০/২৫ লক্ষ টাকা অনুমোদন দেয় তখন ড্রাইভার দের খাবার এর কথা আসলে বলে, ওরা নিজেরা ওদের ব্যবস্থা করবে । এই গুলো চোখের সামনে দেখা। আপনারাও দেখেছেন।
রাস্তায় কুৎসিত রকম বিকৃতি সম্পন্ন ফকির দেখে আমাদের আর করুণা হয় না ঘৃণা হয় এবং সে ফকির নিজে তার সেই বিকৃতিকে বেচতে রাস্তায় নামে কারণ সে নিজের মধ্যে মানুষ হিসেবে অস্তিত্বকে আর চিনতে পারছেনা। তার সব চেয়ে বড় ইস্যু হচ্ছে তার এবং তার সন্তানের বেচে থাকার মত যথেষ্ট উপার্জন করা।
এই ধরনের আচরণ সব চেয়ে বেশি শো করে আমাদের আরবান উচ্চবিত্ত যারা মধ্যবিত্ত থেকে উচ্চ বিত্তে উঠে আসে। প্রতিষ্ঠানের নন অফিসার কর্মচারীদের সাথে তাদের অমানবিকতা নিজের চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। এবং বছর এর পর বছর ধরে, তারা এই প্রসেসটা এমন ভাবে চালু রাখে যে, এই নিম্নপদস্থ কর্মচারীরা একটা ডিহিউমিনাজাইসনের মধ্যে চলে যায়। এবং তারা এক সময় বিশ্বাস করা শুরু করে, তার চেয়ে তার বস এর পার্থক্য এত বেশি যে তারা একই গোত্রের মানুষ নয় । অফিসাররা উঁচুতলার মানুষ এবং সে নিজে জাস্ট একটা নোবাডি – কেউ না – তার কোন মানবিক অস্তিত্ব নাই।
এই খানে, বিভাজন সৃষ্টি করে টাকা। কারণ, এই নিম্নবিত্ত এত কম রুজির মধ্যে থাকে যে, সে জানে তার এবং তার সন্তানের ওই দিনের খাবার এই মানুষটার মরজির উপর নির্ভর করে। এবং সেই জানে তার এই নির্ভরতা ঘুচবার নয়। ফলে, আফ্রিকার কালো দাসদের মতই বাংলাদেশের এই নিম্নশ্রেণীর মানুষেরা জানে তার শরীর, সত্ত্বা, মন এই উচ্চশ্রেণীর সিদ্ধান্তের উপর নির্ভর করে । সর্বোচ্চ ৬ থেকে ১০ হাজার টাকার আয়ের মধ্যে এই মানুষ গুলো ব্তাবদের সম্পূর্ণ ব্যক্তি সত্ত্বা বিসর্জন দিতে বাধ্য হয়। এবং এই উচ্চ শ্রেণির মানুষেরা চাইলেই তাকে কিনতে পারে, বেচতে পারে, শাস্তি দিতে পারে এবং মুক্তি দিতে পারে। এইটাও পরিষ্কার দাসত্ব। এবং সব চেয়ে কুৎসিত রকম দাসত্ব। যেই পর্যায়ে, একজন নিম্ন আয়ের মানুষ তার ব্যক্তিসত্তা থেকে মানুষ হিসেবে তার অস্তিত্ব কে বর্জন করে ফেলেছে। এবং সমাজ সামগ্রিক ভাবে তার নিজের ডিহিউমেনেজাইসেন কে গ্রহণ করেছে।
আফ্রিকার কালো মানুষেরা আমাদের নিম্ন বর্ণের সেই সব মানুষ থেকে অনেক ভাল ছিল কারণ তার সেই বৈষম্যে মানবিক মনের মানুষদের কাছে অগ্রহণযোগ্য ছিল এবং তাদের অধিকার আদায় এর জন্যে বিশ্বব্যাপী প্রতিবাদ সংগ্রাম হয়েছে । কিন্তু, আমাদের সমাজে এই অত্যন্ত গর্হিত একটা বিষয় যে আপনি আমি সবাই মিলে চর্চা করছি তা নিয়ে কোন আলোচনা নাই। আমরা এইটার অস্তিত্ব স্বীকারও করিনা।
ফলে নেলসন ম্যান্ডেলাকে নিয়ে আমরা যে মর্সিয়া গীতি গাচ্ছি তা ভুয়া। আমাদের অন্তর্গত রেসিজম এবং সমাজের ভেতর এই ডিহিউমানায়জেশান কে স্বীকার না করে, নেলসন ম্যান্ডেলার কালো মানুষের লড়াই নিয়ে আমাদের কান্নাকাটি একটা চরম লেভেলের হিপক্রেসি ছাড়া আর কিছুই নাই।