Jonaid Naim: Shoot me to death. My Oxygen is finished.

They aren’t human! (ওরা তো মানুষ না!!!)
by Jonaid Naim

Minister did not die!
MP did not die!
Famous businessman did not die!
You did not die!
I did not die!
Died only garments workers!
Hey of course they will die! They are meant to die!
They are not human!
They were born to burn to death, to be crushed to death by girders!
Only the other day they died! Burnt to death in the fire!
We called the journalists and mourned!
We saw a serial drama called inquiry commission.
Today we are mourning again!
[Translated from Bengali by AlaloDulal.org]

মন্ত্রী মরে নাই!!
এমপি মরে নাই!!
মরে নাই কোন বিশিষ্ট ব্যাবসায়ী!!
আপনিও মরেন নাই!!
আমিও মরি নাই!!
মরছে গামের্ন্টস শ্রমিক!!
আরে ওরা তো মরেই!!
ওরা তো মানুষ না!!!
ওদের জন্ম হয়েছে জ্বলার জন্য, গার্ডার এর নিচে চাপা পড়ার জন্য!!!
কয়েক দিন আগেও তো মরলো!!
আগুনে পুড়ে মরলো।
সাংবাদিক ডেকে শোক প্রকাশ করলাম!!
তদন্ত কমিটি নামক নাটক এর সিরিয়াল দেখলাম॥
আজকেও তো সবাই শোক প্রকাশ করলাম!

Source: Internet
Source: Internet

We can spend millions to light Mangal Pradeep
Billions to change the name of an airport
But for a few hundred torchlights and oxygen cylinders we have to beg on the TV screen!
I spit at the dity politicians and businessmen who destroy this beautiful country
Can’t you even buy some torch, oxygen, saline?
To roly-poly Mal shaheb 400 Crore is nothing, but he can’t spend 400 Take in Savar?

So the money of the poor is used to save the poor
But if a VIP feels a slight chest pain
Air Ambulance takes him to Singapore at bullet speed
Truly Selucas!
[Translated from Bengali by AlaloDulal.org]

আমরা কোটি টাকার মোমবাতি দিয়ে মঙ্গল প্রদীপ জ্বালাতে পারি, হাজার কোটি টাকা দিয়ে বিমান বন্দরের নাম পরিবর্তন করতে পারি।
কিন্তু কয় একশো টর্চলাইট ও কয় একশো অক্সিজেন সিলিন্ডারের জন্য টিভি পর্দায় আমাদের ভিক্ষা করতে হয় !!!
থুথু দেই এই সুন্দর দেশের নোংরা রাজনীতিবিদ আর শিল্পপতিদের মুখে !!
সামান্য টর্চ, অক্সিজেন, স্যালাইন, কিনে দিতে পারিস না ??
নাদুস নুদুস চেহারায় মালা-মাল সাহেব এর কাছে ৪০০কোটি টাকা নাকি মামুলি ব্যাপার আর সাভারে গিয়ে ৪০০টাকা খরচ করতে পারে না ?

তাই গরীবের টাকায় গরীব বাঁচানোর চেষ্টা চলে ।
অথচ ভিআইপি কেউ একটু বুকে ব্যথায় একটু কাইত হয়ে পড়লেই
বুলেট গতিতে এয়ার এম্বুলেন্সে সিঙ্গাপুর পৌঁছে দেয়া হয় ।
সত্যিই সেলুকাস !

© Taslima Akhter / taslimaakhter.com
© Taslima Akhter / taslimaakhter.com

With all due respect to the government
In Shahbag there was food, wi-fi, media coverage
Security, nothing was lacking
PM Sheikh Hasina made sure all was well
Even mobile toilet
arrived there
Even tents for sleeping

But in Savar?
Meidicine, Oxygen, everything supplied by common people
Common people taking life risk to carry out rescue
Food, water, everything supplied by common people

I am so surprised
For shame, even some officers of the Army have become lackeys of the government
They keep praising Sheikh Hasina with every breath
Hey we can see on TV who is doing what
And then there is another one, taking his oath of office
On the day of the tragedy
You couldn’t delay your ceremony by a few days?
And now he has gone to Tongi to visit a tomb!
Ok let us say he didn’t go to Savar
Couldn’t he go to Enam Medical, CMH, even once?
Respected President,
Your life is life, and our poor are not worthy of life?

My last request
Madam Prime Minister
Shoot me to death
My Oxygen is finished

সরকারের প্রতি সম্মান রেখে কথাগুলো বলছি-
– Jonaid Naim

শাহবাগে খাবার, ওয়াইফাই, মিডিয়া কভারেজ,
সিকিউরিটি কিছুর অভাব হতে দেয় নাই
প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এমন কি মোবাইল টয়লেট
পৌঁছে গেছে সেখানে,
মাথা গোঁজার জন্য এমন
কি তাবুও।

কিন্তু সাভারে? সেখানে ঔষুধ
জোগাচ্ছে সাধারণ মানুষ, অক্সিজেন
দিচ্ছে সাধারণ মানুষ, জীবনের
ঝুঁকি নিয়ে উদ্ধারকাজ চালাচ্ছে সাধারণ মানুষ,
খাবার আর পানি নিয়ে যাচ্ছে সাধারণ মানুষ।

আমার অবাক লাগছে
ছি: ছি: সেনাবাহিনীর কিছু অফিসারও সরকারের চামচা হয়ে গেছে!!
তাদের কথায় শুধু শেখ হাসিনার প্রশংসা!!!
কে কি করেছে তা তো টিভিতে সবাই দেখছে॥

আর আরেকজন তো ট্রাজেডির দিন অনাড়রম্বর অনুষ্টানে শপথ নিল!!
শপথটা কি একটু পেছানো যেত না??
আর এখন তিনি মাজার জিয়ারত করতে টুঙ্গি পাড়ায়!!
এই গরীর মানুষ গুলোকে দেখতে কাজে বিঘ্ন না করতে, সাভার না যেতে পারেন।
একবারও কি এনাম মেডিকেল/ সিএমএইচ এ আসতে ইচ্ছে করেনা???
মাননীয় রাষ্ট্রপতি আপনার প্রাণ টা জীবন আর আমাদের গরীবের জানটা কি জীবন না???

আমার শেষ আকুতি মাননীয় প্রধানমন্ত্রী আমাকে গুলি করে মেরে ফেলুন
আমার Oxygen পুরিয়ে আসছে…..

© AP / Kevin Frayer
© AP / Kevin Frayer

***
আর কতো!!
এভাবে তাজা প্রাণ জড়বে!!!
আর কতো মায়ের বুক খালি হবে!!
আর কতো শিশু এতিম হবে!!!
আর কতো মানুষ হারাবে তাদের প্রিয়জনদের!!!

এদের জীবনের মূল্য কি ৫০- এক লক্ষ টাকা???

এর কি কোন উওর আছে???

478397_3045944245182_1925909203_o
Source: Internet

একুশে টিভিতে দেখলাম, একজন মানুষের শরীরের অর্ধেক চাপা পরা, অর্ধেক বাহিরে ঝুলে আছে, বাচাঁর জন্য আকুতি করছেন,
মৃদু স্বরে “বলল ভাই, আর কত ভিডিও করবেন, আমাকে বাচাঁতে কবে আসবে??
সবাই এসে দেখে যায়, ভিডিও করে চলে যায়, আমি বাচঁতে চাই, কবে আসবে???
মরার পরে আমাকে বের করবেন!!!
এভাবে লোকটা অর্ধেক শরীর নিয়ে ৬০ ঘন্টা যাবত ঝুলে আছে ইট ধরে।
টিভি চ্যানেলগুলোও নিজেদের টিআরপি বাড়াতে এই রকম বেদনাদায়ক দৃশ্য দেখাচ্ছে॥
নিজেকে একবার ওই রকম অবস্থায় চিন্তা করলাম, চোখে পানি এসে গেলো, টিভির সামনে থেকে উঠে গেলাম।
এই বিভৎস দৃশ্যগুলো আর দেখতে পারছি না।

***

Stiff upper lip, chaps. (Source: Somewherein Blog)
Stiff upper lip, chaps. (Source: Somewherein Blog)

আরটিভির এক অনুষ্ঠানে বিজেএমই এর
কর্তাব্যক্তি পারভেজ
কাঁদো কাঁদো গলায় বলেছিলেন,
“যারা মারা গেছে তারা তো আমাদেরই
সন্তান”

ঠিক তখনই
ওপাশে বসে থাকা শ্রমিক
নেতা নাজমা আখতার সঙ্গে সঙ্গে মাইক
নিয়ে বলেছেন,
‌”আমারে একটা জিনিস
বোঝান তো,
দুর্ঘটনায় সব সময় সন্তানরাই
মারা যাইতেছে ক্যান ??
এই পর্যন্ত একটাও বাপ-মা মারা গেল
না ক্যান ???”‘

গরীব মেহনতি শ্রমিকের রক্ত শোষণ
করে বিশাল বিশাল ভবনের মালিক আর
প্রাইভেট
গাড়িতে করে ঘুরে বেড়ানো গার্মেন্টস
মালিকগণ কি দিতে পারবেন,
নাজমা আখতারের প্রশ্নের উত্তর ?
উত্তর চাই উত্তর !

***

© Taslima Akhter / taslimaakhter.com
© Taslima Akhter / taslimaakhter.com

গার্মেন্টস কর্মী হলে পুরেই ছাই হয়ে মরতে হয়!!! চারশত মানুষ মারা গেছে আমার চোখে পানি এসেছিল কিন্তু কাঁদিনি, কিন্তু একজন শাহিনুর আমাকে কাঁদিয়ে গেল!!! যে শাহিনুর বাচাঁর জন্য নিজের সতীত্বকে সবার সামনে উন্মোচন করেনি॥
যার স্বামী মারা গেছে এক বছর হলো॥
একবছরের মধ্যে ছোট্ট শিশুটি হারালো পৃথিবীর সব চেয়ে প্রিয় মুখ তার মমতাময়ী মাকেও!!!
শাহিনা জানিয়েছিলো তার সোনার ধনটি বুকের দুধ খায় না।
এতই অভাগা যে, মায়ের আদরও পেতে দিলো না বাচ্চাটাকে॥
কিন্তু সাহানার প্রাণটা জীবিত ছিল যে ছোট্র বাচ্চাটির জন্য তার চোখের জ্বলতো শুকিয়ে গেছে!!
মায়ের অভাবের কারনে সে হয়তবা কিছুটা আদরের বুলি পাচ্ছে কিন্ত কিছুদিন পর….. কে তাকে ঘুম পাড়াবে??
কে তাকে গান শুনাবে?? কে ধুয়ে দেবে তার ময়লা মাখা দেহ??
কে বলবে তাকে খোকা এবার ই শেষ আর এক মুঠি॥

সত্যি পৃথিবী কত নিষ্ঠুর তুমি॥

শাহিনুর তুমি স্বাধীন দেশের বীরঙ্গনা নারী
লক্ষ কোটি সালাম, দোয়া তোমার জন্য বোন॥
তুমি বেঁচে থাকবে আমাদের মাঝে প্রাণের স্পন্দন হয়ে……
আল্লাহ্ তোমাকে জান্নাত নসিব করুক আমিন॥

© AFP
© AFP

I wanted to scream/
but nothing came out
I choked off my chest pain/
with all my shame
How much more pain will we tolerate/
and call it patience?
How much further will cruelty go/
in this shameless nation?

আমি চিৎকার করে কাঁদিতে চাহিয়া করিতে পারিনি চিৎকার
বুকের ব্যথা বুকে চাপায়ে নিজেকে দিয়েছি ধিক্কার
কত ব্যথা বুকে চাপালেই তাকে বলি আমি ধৈর্য
নির্মমতা কতদূর হলে জাতি হবে নির্লজ্জ॥

Source: Internet
Source: Internet

9 thoughts on “Jonaid Naim: Shoot me to death. My Oxygen is finished.

  1. Sad and pathetic. Please tell the people which countries did we ask to airlift
    heavy equipment to save human life. Did we contact and ask the Chinese, Russian,
    Indian, Nepalese, U.S.and Israelis for heavy lifting helicopters, heavy lifting gears,
    trained disaster control teams and dog.. Things we needed are a few hours flying
    time away. Let us hear from one person. that it was done and we have been refused.

  2. Yes, poor people are born to die tragically; this is very sad but unfortunately historically true.
    What happened in the garment factory the other day, has been happening since human being first set foot on this planet and will continue to be so for ever.
    The bottom line is that you must be well-off or rich to live or else you will not get the oxygen God has provided free for everyone.

  3. The lesson is : Poors will always be treated as poors and Riches as riches.: You can hear thousands of sympathetic speeches of the coward politicians in your ( SARK) countries meaning other than this fact of life.

  4. It is unbelievable that greedy human beings can build their palaces on the graves of the poor and turn hundreds of children into orphans for a few million takas. Is that the value of life?

  5. The greatest virtue of our people is the greatest curse of our people – patience. Our people are patient with everything – there is no insult or burden they will not bear. In our our country there is not even the scent of class struggle or class warfare in our history. How much longer shall we tolerate the devils who rule us? How much longer will we be so moderate in our response to the elected haramis who fail us so miserably? A curse upon our politcians and all the educated people who make excuses from them. We must fight back and save our country.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s